ইউডিসি কি?
ইউনিয়ন ডিজিটাল সেন্টার ( ইউডিসি) -ডিজিটাল বাংলাদেশের সোপান
ইউডিসি কিঃ অবাধ তথ্য প্রবাহ জনগণের ক্ষমতায়নের অন্যতম পূর্বশর্ত। বিশেষ করে অনগ্রসর জনগনের মাঝে তথ্য প্রবাহ নিশ্চত করার মাধ্যমে তাদের জীবনযাত্রার মান ইতিবাচক পরিবর্তন আনয়ন সম্ভব। তৃণ মূল পর্যায়ে সকলের দোরগোড়ায় তথ্য ওসেবা পৌঁছে দিয়ে জনগনের ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য স্থানীয় সরকার বিভাগ ও মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস-টু-ইনফরমেশন প্রোগ্রামের সহযোগিতায় ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউডিসি) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র হচ্ছে ডিজিটাল বাংলাদেশ- রূপকল্প ২০২১ বাসত্মবায়নে এমন একটি অত্যাধুনিক তথ্য সেন্টার (টেলিসেন্টার) যার মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষের দোড়গোড়ায় সহজে সুলভে ওদ্রম্নত তথ্য ও সেবা পৌঁছানো সম্ভব।
ইউআইএসসিএরউদ্যোক্তা/পরিচালকঃপ্রতিটিইউআইএসসিতেদু’জন(একজনপুরম্নষওএকজনমহিলা) প্রশিক্ষিত/দক্ষ/উদ্যোগীউদ্যোক্তাথাকবেন, যাদেরতথ্যওসেবাসন্ধানএবংতাপ্রদানেতথ্যওযোগাযোগপ্রযুক্তিরব্যবহারসম্পর্কেসম্যকধারণাওযথাযথজ্ঞানথাকবে।কুমিলস্নাজেলার১৬টিউপজেলার১৭৮টিইউনিয়নেইতোমধ্যেডেস্কটপ/ল্যাপটপকম্পিউটার, স্ক্যানার, ওয়েবক্যাম, মডেম, প্রিন্টারসহআনুষঙ্গিকযন্ত্রপাতিসংগ্রহকরাহয়েছে।প্রতিটিইউনিয়নতথ্যসেবাকেন্দ্রেরজন্যদুইজনকরেশিক্ষিতযুবক/যুবমহিলানির্বাচনকরেতাদেরকেজেলাপর্যায়ে১০(দশ) দিনেরনিবিড়প্রশিক্ষণেরমাধ্যমেউদ্যোক্তহিসেবেগড়েতোলাহচ্ছে।
ইউআইএসসিব্যবস্থাপনাঃইউআইএসসিপরিচালনারজন্য৭-৯সদস্যেরপরিচালনাকমিটিথাকবে।ইউনিয়নপরিষদেরচেয়ারম্যানপদাধিকারবলেএইকমিটিরপ্রধানহিসাবেদায়িত্বপালনকরবেন।এইকমিটিরমেয়াদ০২(দুই) বছর।
ইউআইএসসিতেতথ্যওসেবারতালিকাএবংমূল্যঃইউআইএসসিরতথ্যভান্ডারেতথ্যওসেবাথাকবেদু’ভাবে- অফলাইনওঅনলাইনে।তথ্যভান্ডারেতথ্যওসেবাসাজানোথাকবেএনিমেশন, ভিডিও, অডিওএবংটেক্সট- এইচারফরমেটে।
ইন্টারনেটেরমাধ্যমেতথ্য(অনলাইন)ঃইউআইএসসিতেইন্টারনেটসংযোগথাকবেযারমাধ্যমেইউনিয়নেরযেকোনব্যক্তিসারাপৃথিবীরসঙ্গেযোগযোগস্থাপনকরতেসক্ষমহবেন।দেশীওবিদেশীবিভিন্নওয়েবসাইটথেকেপ্রয়োজনঅনুযায়ীযেকোনতথ্যখুঁজেপাওয়াসম্ভবহবে।
অফলাইনতথ্যভান্ডারঃইন্টারনেটেরবাইরেএকবিশালতথ্যভান্ডারথাকবেইউআইএসসিতে।এই(অফলাইন) তথ্যভান্ডারেথাকবেথাকবেজীবিকাভিত্তিকবিভিন্নতথ্যসেবা; যেমন- কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইনওমানবাধিকার, কর্মসংস্থান, বাজার, বিভিন্নসরকারীফরমপ্রভৃতি।
বাণিজ্যিকসেবা(১)ঃইউআইএসসিতেসুলভমূল্যেবাণিজ্যিকসেবাপাওয়াযাবে; যেমন-ই-মেইলপাঠানো, ইন্টারনেটব্রাউজিংকরা, কম্পিউটারকম্পোজকরা, প্রিন্টিংকরা, রঙ্গিনছবিতোলা, স্ক্যানিংকরা, মাল্টিমিডিয়াপ্রজেক্টরভাড়ানেওয়াপ্রভৃতি।
বাণিজ্যিকসেবা(২)ঃইউআইএসসিতেসুলভমূল্যেকম্পিউটারপ্রশিক্ষণএবংবিভিন্নদক্ষতামূলকপ্রশিক্ষণেরব্যবস্থাথাকবে।দক্ষতাবৃদ্ধিমূলকপ্রশিক্ষণহবেসহজ, সুলভওস্থানীয়প্রযুক্তিব্যবহারকরেবিভিন্নআয়বৃদ্ধিমূলকউদ্যোগেরওপর; যেমনবিভিন্নখাদ্যদ্রব্যতৈরী, শিল্পউপকরণতৈরী(যেমনমোমবাতি), টেইলারিং, বৈদ্যুতিকউপকরণমেরামত, জৈবসারউৎপাদনপ্রভৃতি।
পরামর্শসেবাঃইউআইএসসিথেকেযাতেকরেসরকারিকর্মকর্তাদেরমাধ্যমেনিয়মিতপরামর্শসেবা(যেমনকৃষি, স্বাস্থ্যপ্রবৃতিবিষয়ে) পাওয়াযায়তানিশ্চিতকরবেইউনিয়নপরিষদ।পরামর্শসেবারমধ্যেথাকবেমাটিপরীক্ষাসারওকীটনাশকপ্রয়োগ, মাছচাষ, স্বাস্থ্য, ভূমিরেজিস্ট্রেশন, আইনবিষয়কপরামর্শপ্রভৃতি।
তথ্যওসেবারমূল্যঃইউআইএসসিতেঅফলাইনতথ্যভান্ডারেরসকলতথ্যবিনামূল্যেসরবরাহকরাহবে।তবেঅফলাইনেরকোনতথ্যওসেবাটেক্সটআকারেপিন্টকরেনিতেহলেতারজন্যেই্উআইএসসিকর্তৃকনির্ধারিতমূল্যপরিশোধকরতেহবে।অনলাইনভিত্তিকসকলতথ্যওসেবামূল্যপরিশোধকরেসংগ্রহকরতেহবে।সকলবাণিজ্যিকসেবাইউআইএসসিকর্তৃকনির্ধারিতমূল্যপরিশোধকরেসংগ্রহকরতেহবে।তবেসরকারি-বেসরকারিকর্মকর্তাদেরপরামর্শসেবাবিনামূল্যেপাওয়াযাবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS