বাতাঘাসী ইউনিয়নে কোন কলেজ নেই। ২নং বাতাঘাসী ইউনিয়ন একটি জনবহুল ইউনিয়ন্ । এই ইউনিয়নে প্রাই ৩০,০০০ (ত্রিশ হাজার) লোকসংখ্যা রয়েছে। কোন কলেজ না থাকলেও একটি আলীম মাদ্রাসা রয়েছে। তীরচর আতিকিয়া ইসলামীয়া আলিম মাদ্রাসা। বাতাঘাসী ইউনিয়নের মধ্যে শুধু মাত্র এই প্রতিষ্ঠানটিতে উচ্চ মাধ্যমিক পর্যায় পড়াশোনা করানো হয়। মা্দ্রাসা পর্যায় যারা পড়ে তারা তীরচর মাদ্রাসায় আসতে পারে। যারা কলেজে পড়াশোনা করে তারা যেতে হয় সুদূর চান্দিনা অথবা গৌরীপুর কলেজ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস